Loading...

Wednesday, August 17, 2011

জনপ্রতি ফিতরা নির্ধারন-২০১১

এ বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা এক হাজার ৩২০ টাকা ও সর্বনিম্ন ৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে বায়তুল মোকাররমের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সভায় এ বছরের এই ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন এই বৈঠকে সভাপতিত্ব করেন।

সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় গম, আটা, খেজুর, কিসমিস, পনির ইত্যাদি দ্রব্যের যেকোনো একটি দিয়ে ফিতরা প্রদান করা যাবে। গম, আটা দিয়ে ফিতরা দেওয়া হলে এক কেজি ৬৫০ গ্রামের বাজারমূল্য ৫৩ টাকা আদায় করতে হবে। আর সামর্থ্যবানরা পনিরের বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারেন। সে ক্ষেত্রে তিন কেজি ৩০০ গ্রাম পনিরের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩২০ টাকা।
সভায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।


সূত্র:প্রথমআলো.কম, ১৭/০৮/২০১১

0 comments:

Post a Comment