
ইসলামের অন্যতম অনিন্দ্য বৈশিষ্ট্য হলো, এখানে একই সঙ্গে আত্মা ও শরীরের সমন্বয় আছে। ইহকাল ও পরকালকে একই সঙ্গে বিবেচনা করা হয় সমান গুরুত্বের সঙ্গে। বরং ইসলামের দৃষ্টিতে মানুষের পরকালীন সফলতা নির্ভরশীল পার্থিব...
এই ব্লগটি তৈরি করা হয়েছে ধর্ম বিষয়ে উন্মুক্ত মনা মানুষদের মনের ভাব আদান-প্রদানের জন্য। আপনার জানা-অজানা বিষয়টি নিয়ে আলোচনার জন্য। ব্লগের সকল মন্তব্য ও লেখা সংশ্লিষ্ট লেখকের একান্ত ব্যক্তিগত। মতামত ও সমালোচনা করা আপনার অধিকার। সৃষ্টিতে মগ্ন হতে না পারি কিন্তু ধ্বংসে যেন মত্ত না হই.....