শার্ক ট্যাংক বাংলাদেশ
2 hours ago
এই ব্লগটি তৈরি করা হয়েছে ধর্ম বিষয়ে উন্মুক্ত মনা মানুষদের মনের ভাব আদান-প্রদানের জন্য। আপনার জানা-অজানা বিষয়টি নিয়ে আলোচনার জন্য। ব্লগের সকল মন্তব্য ও লেখা সংশ্লিষ্ট লেখকের একান্ত ব্যক্তিগত। মতামত ও সমালোচনা করা আপনার অধিকার। সৃষ্টিতে মগ্ন হতে না পারি কিন্তু ধ্বংসে যেন মত্ত না হই.....
প্রখ্যাত রুশ সাহিত্যিক ও চিন্তাবিদ লিও টলস্টয় মারা গেছেন ১০১ বছর আগে ১৯১০ সালের ২০ নভেম্বর। "ওয়ার এন্ড পিস" বা "যুদ্ধ ও শান্তি" শীর্ষক উপন্যাস লিও টলস্টয়কে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। কিন্তু খৃস্ট ধর্মের নামে প্রচলিত নানা দিকের সমালোচনা করায় ১৯০১ সালে রাশিয়ার অর্থডক্স গীর্যা টলস্টয়কে সমাজচ্যুত বলে ঘোষণা করে এবং এখনও তার বিরুদ্ধে ওই ঘোষণা ফিরিয়ে নেয়নি। অন্যদিকে টলস্টয় ইসলাম ধর্ম সম্পর্কে ভালো ধারণা পোষণ করতেন এবং এমনকি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলেও শোনা যায়। |